
The Truth of Bengal: সচেতনতার অভাবেই দেশ থেকে নির্মুল হচ্ছে না থ্যালাসেমিয়ার মতো ভায়ঙ্কর রোগ। সরকারি পরিসংখ্যান বলছে, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি, এই রোগে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে। আর এই রোগ প্রতিরোধে প্রতিবছরের মতো এবারেও স্বাধীনতা দিবস উপলক্ষে সচেতনতা শিবির গড়তে, গাড়ি রেলির আয়োজন করল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন।
বিয়ের আগে রক্তপরীক্ষা করান। চিনুন নিজেকে এবং নিজের সঙ্গীকে। দুজনেই থ্যালাসেমিয়ার বাহক ননতো? তাহলে ভবিষ্যতে সন্তানের জন্ম দিতে হলে, চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নয়তো নিজেদের যেমন ভুগতে হবে, তেমনই এক অভিশপ্ত জীবন নিয়ে চলতে হবে আপনার সন্তানকে। এই বার্তা দিয়েই প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন সচেতনতা শিবির করে আসছে, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। সংগঠনের সম্পাদক জানান, শুধু একটি রক্তপরীক্ষাই একটি পরিবারের জীবন বদলে দিতে পারে। কিন্তু অনেকে সেই কাজটা করেন না। যার ফল হয় মারাত্মক।
এদিন সচেতনতা শিবির উপলক্ষ্যে সংস্থার তরফে একটি গাড়ির রেলির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় বিধায়ক অশোক দেব, বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, বিবিআইটি-র চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা এবং গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্তা প্রমুখ।