কলকাতা

মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, আহত ২

Terrible accident in Ma flyover, 2 injured

Truth Of Bengal: আবারো দুর্ঘটনার কবলে মা উড়ালপুল! সোমবার সকালে মা উড়ালপুলে দু’টি গাড়ির সংঘর্ষ ঘটে যায়, যার জেরে আহত হন দু’জন। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে তাদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ওই দুই গাড়ির মধ্যে একটি গাড়ি নিয়ম অমান্য করে অন্য লেনে চলে আসে, যার জেরে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মধ্যে থেকে অনেকে দাবি করেছেন, নিয়ম অমান্য করে অন্য লেনে ঢুকে পড়া গাড়ির চালক মত্ত অবস্থায় গাড়ি চালাছিলেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জানা গিয়েছে, সোমবার সকালবেলা কলকাতার পিটিএস থেকে একটি গাড়িতে করে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা পার্ক সার্কাসের দিকে রওনা হয়েছিল। তারপর আচমকাই বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি গাড়ি নিয়ম না মেনে লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে আর তাতেই মুখোমুখি সংঘর্ষ বেধে যায় ওই গাড়ি দুটিতে। দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে গাড়ি দু’টিকে বাজেয়াপ্ত করে পুলিশ। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুল এবং এজেসি বোস রোডে যানজটের সমস্যা তৈরি হয়।

Related Articles