দোলপূর্ণিমায় দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধি, উত্তরের জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস
Temperatures rise in the south on Dola Purnima, rain forecast again in northern districts

Truth Of Bengal : কখনও শীত আবার কখনও গরম। বঙ্গবাসিকে প্রত্যেকদিন নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছে আবহাওয়া। শুক্রবার অন্যান্য দিনের চাইতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতর চলতি সপ্তাহের প্রথমের দিকেই জানিয়েছিল আগামী দু দিনে কলকাতা শহর সহ দক্ষিণের একাধিক জেলায় ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমবে, আর আবহাওয়া দফতরের সেই কথায় মিলে গেল অক্ষরে অক্ষরে।
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ৪ জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর সেই ৪ জেলার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়ে তা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। শনিবার উত্তরের জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। কেবল বৃষ্টিপাত নয়, এর সঙ্গে ঝোড় হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে অসমের উপর তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত। ফের একবার পশ্চিমি ঝঞ্ঝার দেখা মিলতে পারে আগামী ৯ মার্চ। আর এই ঘূর্ণাবর্ত ক্রমে এগবে পূর্ব দিকে, যার জেরে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে নেই কোন বৃষ্টির পূর্বাভাস, আগামী শুক্রবার দোলপূর্ণিমা, তার আগে দক্ষিণের জেলাগুলিতে বাড়তে পারে তাপমাত্রা। রাতের দিকে মনোরম আবহাওয়া বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাবে দক্ষিণ একাধিক অংশে।