কলকাতা

ন্যানো বিদায়ের ১৫ বছর পর ক্ষতিপূরণ! রাজ্যকে দিতে হবে ৭৬৬ কোটি টাকা

Tata motors company getting rs 766 cr compensation from west bengal govt

The Truth of Bengal: ১৫ বছর পর হিসেব নিকেশ মেটানোর রায় এল টাটা সংস্থার পক্ষে।জোর ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা বন্ধ করে দেওয়ার জেরে, টাটা মোটরস সংস্থাকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। টাটা মোটরসের পক্ষে আরবিট্রাল ট্রাইব্যুনালের রায়। ২০১৬-র সেপ্টেম্বর থেকে ক্ষতিপূরণসহ ১১ শতাংশ হারে বার্ষিক সুদ দিতে হবে। তবে আরবিট্রাল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনি পথে যাবে রাজ্য সরকার। রায়ের কপি পাওয়ার পর আইনজ্ঞদের সঙ্গে আলোচনা মুখ্য সচিবের

সোমবার (৩০ অক্টোবর), এই রায় দিল তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তিন সদস্যই এই রয়ের বিষয়ে সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি নোট দিয়ে টাটা সংস্থা জানিয়েছে, “২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। সর্বসম্মতভাবে ট্রাইবুনাল, টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে বলেছে। সেইসঙ্গে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ সুদ দিতে বলা হয়েছে।”

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের জয়ের পরই, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছিলেন, রতন টাটার সঙ্গে রাজ্যে একটি মোটরগাড়ি কারখানা তৈরির বিষয়ে কথা হয়েছে তাঁর। এরপর, এই কারখানা তৈরির জন্য সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে প্রায় ১০০০ একর জমি দিয়েছিল রাজ্য সরকার। পুরোটাই প্রায় ছিল কৃষিজমি। একাংশের কৃষক রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণ গ্রহণ করে জমি দিতে নারাজ ছিলেন। সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। সেই আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারখানার কাজ অনেকদূর এগিয়ে গেলেও, ২০০৮ সালে তীব্র আন্দোলনের মুখে পড়ে, পশ্চিমবঙ্গে কারখানা গড়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছিল টাটা গোষ্ঠী।

Free Access