নতুন রঙে ফুটে উঠল কলকাতার ঐতিহ্যের বড় জলাধার টালা ট্যাঙ্ক
Tala Tank, the big reservoir of Calcutta's heritage in new colours

The Truth of Bengal: বদলে গেল ঐতিহ্যের অন্যতম বড় জলাধার টালা ট্যাঙ্কের রং। ১১৩ বছর পর নতুন ভাবে দেখা গেল টালা ট্যাঙ্ককে। এত দিন যে টালা ট্যাঙ্ককে দূর থেকে দেখলেই মনে হত মরচে পড়া লোহার কাঠামো, সেই জলাধারকে দেওয়া হল নতুন রূপ। এক কথায়, কলকাতার ‘জীবনধারা’কে নতুন রূপ দিয়েছে কলকাতা পুরসভা। প্রথম বিশ্বযুদ্ধের সময় কাল থেকে কলকাতাবাসীকে জল সরবরাহ চালু করেছিল এই ট্যাঙ্কটি।
সেই থেকে মরচে ধরা লোহার রংই ছিল টালা ট্যাঙ্কের পরিচিতি। এবার তাতেই পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী, পছন্দের রঙ নীল-সাদা দিয়ে ঝাঁ চকচকে কায়দায় রং করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ১০০ বর্গমিটার আয়তনের এই ট্যাঙ্কের সংস্কারে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ ৪০ হাজার লিটার রং। রং করার কারণে যাতে জল দুষিত না হয় সেই দিকেও নজর রাখা হয়েছিল। ট্যাঙ্কের বাইরের দেওয়ালে অতি বেগনি রশ্মি নিরোধক এবং ভিতরে মরচে নিরোধক রং করা হয়েছে, যার পুরোটাই সীসাবিহীন।
৮৫০০ টন লোহা দিয়ে তৈরি এই জলাধার। কলকাতা পুরসভার এক আধিকারিকের কথায়, ‘‘টালা ট্যাঙ্কের সংস্কারের জন্য উদ্যোগী হয়েছিল কলকাতা পুরসভা। সেই পরিকল্পনা করতে গিয়েই তা নীল-সাদা রং করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সবচেয়ে বেশি নজর রাখতে হয়েছিল, যাতে পানীয় জল কোনও ভাবেই দূষিত না হয়। সব দিক বিবেচনা করেই সংস্কার করা হয়েছে। টালা ট্যাঙ্ক দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে বলেই আমরা সাধারণ মানুষের থেকে জানতে পারছি।’’