কলকাতা

পাটের সহায়ক মূল্য বৃদ্ধি

Supportive price increase of jute

The Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় : এবারের পাট বর্ষ অর্থাৎ পয়লা জুলাই ২০২৪ থেকে ৩০ শে জুন ২০২৫
কেন্দ্রীয় সরকার গত বছরের মত এবছরও পাটের সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। কলকাতায় ভারতীয় পাট নিগম বা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডায়রেক্টর কমোডর অজয় কুমার জলি জানিয়েছেন, পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৫হাজার ৩৩৫টাকা ধার্য করা হয়েছে। গত বছর এই সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ৫হাজার ৫০টাকা। তিনি বলেন,বাজারে পাটের মূল্য কমে গেলে কেন্দ্রীয় সরকারের নোডাল এজেন্সি হিসেবে ভারতীয় পাট নিগম সরকার নির্ধারিত নূন্যতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে পাট কিনে থাকে।

রাজ্যে নিগমের ১১০টি স্থায়ী কেন্দ্র থেকে পাট কেনা হয়। তিনি আরও জানান,কাছাকাছি বিক্রয় কেন্দ্র না থাকলে কৃষকরা ফোন করে জানালে পাট নিগমের প্রতিনিধিরা গিয়ে তাদের থেকে পাট কিনবে। শ্রী জলি কৃষকদের কোন গুজবে কান না দিয়ে সরাসরি পাট নিগমের কাছে পাট বিক্রি করার আবেদন জানিয়েছেন। জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী,জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিজিএম ফিনান্স শান্তনু চক্রবর্তী, চিফ ম্যানেজার অপারেশন অনিন্দ্য মজুমদার, জিএম ওএম মার্কেটিং কল্যাণ মজুমদার, চিফ ম্যানেজার ও এম, বি এন ভনসালি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে পাট চাষীদের সুবিধার্থে ‘পাট মিত্র’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে পাট চাষীরা ন্যূনতম সহায়ক মূল্য, পাট নিগমের বিক্রয় কেন্দ্র সহ বিভিন্ন তথ্য জানতে পারবেন বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কমোডর অজয় কুমার জলি জানিয়েছেন।

Related Articles