মায়ানামারের ৭.২ মাত্রার তীব্র ভুমিকম্প, প্রভাবে কাঁপল কলকাতাও
Strong 7.2 magnitude earthquake hits Myanmar, Kolkata also shaken by the impact

Truth Of Bengal: শুক্রবার মায়ানমারে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রের (NCS) তথ্যানুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২১.৯৩° উত্তর অক্ষাংশ এবং ৯৬.০৭° পূর্ব দ্রাঘিমাংশে, যা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মায়ানামারের ৭.২ মাত্রার তীব্র ভুমিকম্প, প্রভাবে কাঁপল কলকাতাও pic.twitter.com/ddtYEHmLJJ
— TOB DIGITAL (@DigitalTob) March 28, 2025
জানা গেছে, কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনার একাংশের বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেন। কলকাতার কিছু বহুতল ভবনে সিলিং ফ্যান দুলতে দেখা যায়, দেওয়ালে টাঙানো ছবি নড়ে ওঠে। হঠাৎ এই কাঁপুনি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন।
এর আগে গত ফেব্রুয়ারিতেও মায়ানমারে ভূমিকম্প হয়েছিল, তবে তখন কম্পনের মাত্রা ছিল ৫.২। এবার তা বেড়ে ৭.৭ হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে অনেক বেশি শক্তিশালী।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে মায়ানমারে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পষ্ট নয়। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।