“শো-কেস ওয়েস্ট বেঙ্গল” ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, অভিনব উদ্যোগ রাজ্যের
Showcase West Bengal” from 20th September to 6th October, innovative initiative of the state

The Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে নবান্ন সভাঘরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিশেষ শিল্প বৈঠক। এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে কোন কিছু অন্তরায় হবে না। বিভিন্ন বণিক সভার প্রতিনিধিরা যেমন বৈঠকে যোগ দিয়েছিলেন, যোগ দিয়েছিলেন বিভিন্ন শিল্প গোষ্ঠীর কর্ণধাররা। বৈঠকে ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। এদিনের বৈঠকে প্রতিনিধিদের বক্তব্য শোনেন মমতা। রাজ্যে শিল্পের উন্নতিতে তাদের মতামত নেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শো-কেস ওয়েস্ট বেঙ্গল শীর্ষক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল,খাবার সহ রাজ্যের বিভিন্ন আকর্ষণকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। এদিনের বৈঠকে চূড়ান্ত হয়েছে সরকারের এই নয়া উদ্যোগ।
এদিনের বৈঠকে একাধিক উদ্যোগের কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহৎ শিল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পেও বিশেষ জোর দিয়েছেন। বিনিয়োগকারীদের উৎসাহ দিতে একাধিক স্কিম চালু করেছে রাজ্য সরকার। শুধু শিল্প নয় সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নজর দেন কর্মসংস্থানের দিকেও। রাজ্যে শিল্পের সম্ভাবনা দরজা আরও খুলছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীরা অবাধে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করছেন। গত বছর মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়ে বিনিয়োগের ব্যাপক সাড়া পান। বিদেশি লগ্নিকারীরা এই রাজ্যকে বেছে নিয়ে লগ্নী করতে এগিয়ে আসছেন।
বিনিয়োগের আদর্শ পরিবেশ গড়ে উঠেছে রাজ্যে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন রাজ্যে বিনিয়োগের যেসব প্রস্তাব এসেছে সেগুলি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এ দিনের বৈঠকে চার থেকে পাঁচটি অর্থনৈতিক করিডর দ্রুত প্রস্তুত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের শিল্পের পরিধি আরও ছড়িয়ে পড়বে। শিল্প স্থাপনের জন্য কোন শিল্পগোষ্ঠী জমি চাইলে রাজ্যের ল্যান্ড ব্যাঙ্ক থেকে পাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের ‘ল্যান্ড ব্যাঙ্ক’ প্রস্তুত আছে।