কলকাতা
Trending

শোভাবাজারে যুব নেতাকে চড় মহিলা কাউন্সিলরের! ভাইরাল ভিডিয়ো

Shobhabazar youth leader slap female councilor! Viral video

The Truth Of Bengal: দলের যুবনেতাকে চড় মারছেন মহিলা কাউন্সিলর। এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে। কেদার সরকার হলেন ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি। যিনি আবার সুনন্দার বিরোধী গোষ্ঠীর বলেই পরিচিত। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যদিও, দলের অন্য সূত্র থেকে জানা যাচ্ছে শশী পাঁজার সঙ্গে সুনন্দা ও তাঁর স্বামী বাবু সরকারের এখন তেমন সম্পর্ক নেই।

যার বিরুদ্ধে অভিযোগ সেই সুনন্দা সরকারের দাবি, ‘কেদার একজন সমাজবিরোধী। পুরসভার স্বাস্থ্যকর্মীদের মারধর করছিল। তা জানতে পেরেই ওখানে যাই। কেদারের হাতে লাঠি ও ইট ছিল। আমি সেগুলো কেড়ে নিতে যাই। সেই কেড়ে নেওয়ার দৃশ্যকেই ওরা থাপ্পড় মারা হিসাবে তুলে ধরছে। ওর অনৈতিক কাজকে সমর্থন করি না। তাই প্রতিবাদ করেছি।‘

তবে কেদার দাস জানিয়েছেন তাঁকে মারা হয়েছে। তাঁর বক্তব্য, ‘এখানে অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি বলে কাউন্সিলরের নেতৃত্বে আমায় মারা হয়েছে। প্রোমোটিং, গাঁজা, জুয়ার মতো বেআইনি কারবার চলত। আমরা প্রতিবাদ করি।‘ এই ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এমন আচরণ প্রকাশ্যে হওয়া উচিত নয়। একটা অবাঞ্ছিত ঘটনা। যদি কেদারের দোষও থাকে, তবুও এটা হতে পারে না। জেলা নেতৃত্বকে বলব বিষয়টা দেখতে।‘

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনন্দা সরকারের সঙ্গে কেদার দাসের দ্বন্দ্ব চলছে বহুদিন ধরে। এর আগে তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন এই নেতা। তবে সুনন্দা দাবি করেছিলেন তাঁকে বদনাম করার জন্য এবং চাপে ফেলতেই এমন ভিত্তিহীন অভিযোগ করে কেদার। উভয়ের দ্বন্দ্বের ফল হিসেবে এবার যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, তাতে স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে চর্চা চলছে।