শহরে বিক্ষিপ্ত বৃষ্টি, কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, কি বলছে আবহাওয়া দফতর?
Scattered rain in the city, Kalboishakhi forecast in some districts, what does the Meteorological Department say?

The Truth Of Bengal : চৈত্রের শুরুর থেকে কাঠফাটা গরমে নাজেহাল মানুষ। সকাল থেকে বাইরে বেরোনো দায়ের হয়ে উঠছে । আর এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। যদিও বা রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে কলকাতা সহ কলকাতার পার্শ্ববতী এলাকায়। তবে এই বৃষ্টিপাতের ফলে রাজ্যের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার সারাদিনই গোটা রাজ্যে ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর পূর্বাভাস আছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি , ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। রবিবারের পাশাপাশি সোমবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে , এই ঝড়বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়িতে অধিকপরিমান বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও , ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে।