বিধানসভায় শপথগ্রহণ করলেন সায়ন্তিকা ও রেয়াত শপথবাক্য পাঠ করালেন স্পিকার
Sayantika took oath in the assembly and the Speaker read the oath

The Truth of Bengal: শুরু হল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। শুরুতে দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ। শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বরানগর থেকে নির্বাচিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা থেকে নির্বাচিত রেয়াত হোসেন সরকার শপথগ্রহণ করেন। গত একমাস থেকে শপথগ্রহনের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। রাজ্যপালের অনঢ় মনোভাবের কারণে বিধানসভায় শপথগ্রহণ করতে পারছিলেন না তাঁরা।
অবশেষে সব জট কাটিয়ে শপথগ্রহণ করলেন এই দুই বিধায়ক। উল্লেখ্য, গত সাত দিন ধরে বিধানসভায় শপথগ্রহণ করবেন এই প্রত্যাশায় ধরনা চালাচ্ছিলেন তাঁরা। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁদের রাজভবনে গিয়ে শপথগ্রহণ করতে চিঠি পাঠিয়েছিলেন। পাল্টা চিঠি দেন দুই নবনির্বাচিত বিধায়ক। আবেদন করেন রাজ্যপাল বিধানসভায় এসে তাঁদের শপথবাক্য পাঠ করান। নচেৎ স্পিকারকে অনুমোদন দিন। কিন্তু অনঢ় ছিলেন রাজ্যপাল।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিশেষ অধিবেশনের কথা ঘোষণা করেন স্পিকার। শুক্রবার দুপুর ২ টায় এই অধিবেশনের ডাক দেন। আর রাতেই রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন শপথগ্রহনের জন্য। এদিন বিজনেজ অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় এদিনই শপথগ্রহনের বিষয়ে। অবশেষে শপথগ্রহণ করলেন নবনির্বাচিত দুই সদস্য। ডেপুটি স্পিকার জানান, তাঁর পক্ষে শপথগ্রহণ করানো সম্ভব নয়। যেখানে স্পিকার উপস্থিত আছেন। শেষপর্যন্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করালেন।
তবে রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ গ্রহণ করাতে রাজি হননি। তিনি বিধানসভায় বলেন যেখানে স্পিকার উপস্থিত আছেন সেখানে তিনি তাদের শপথ গ্রহণ করাতে রাজি নয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তাঁদের শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই শপথ বাক্য পাঠ করার।
শেষ মুহূর্তে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, তিনি স্পিকারের উপস্থিতিতে ওই দায়িত্ব পালন করতে পারবেন না। সায়ন্তিকাদের শপথ পাঠ করানোর সময় জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের বিধায়কেরা।