কলকাতা

আরজি কর কান্ডের ১৮ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ

Sandeep Ghosh arrested after 18 days of RG tax case

Truth of Bengal: লাগাতার  জেরার পর গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। ১৬দিনের মাথায় সোমবার গ্রেফতার করল সিবিআই। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ।একাধিক আর্থিক অসঙ্গতির কারণে গ্রেফতার করা হয়েছে আরজি কর প্রাক্তন অধ্যক্ষকে,সিবিআইয়ের তরফে জানা যাচ্ছে। জেরায় একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে জানা গেছে।

উল্লেখ্য,,সোমবার সারাদিন জেরার পর তাঁকে সিজিও থেকে  নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে নিয়ে যান তদন্তকারীরা। নিজাম প্যালেসে  গাড়ি করে নিয়ে যাওয়া হয়,ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। সোমবার সন্ধ্যায় সিবিআই কর্তারা তাঁকে গাড়ির  মাঝখানে বসিয়ে নিজাম প্যালেসে নিয়ে যায়। সন্দীপের দুপাশে ছিলেন সিবিআইয়ের কর্তারা।ছিল কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরাও। সেসময় সিবিআই অ্যাকশন নিতে বাড়তি তত্পরতা শুরু করে। তারপরই জানানো হয়,সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষের গ্রেফতারে উল্লসিত জুনিয়র ডাক্তাররা।

 

Related Articles