প্রশাসনিক সুবিধার কথা ভেবে পুলিশের আধিকারিকদের রদবদল
Reshuffle of police officers considering administrative convenience

Truth of Bengal: ফের পুলিশ আধিকারিকদের রদবদল করা হল। বহু সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে উন্নীত করা হয়েছে। বদলি হয়েছেন ২৯৯জন আধিকারিক। এই বদলি মূলতঃ প্রশাসনিক সুবিধার জন্য বলে জানা গেছে। প্রশাসনের তরফে আরও জানা গেছে,এটি আসলে রুটিন বদলি।দেখে নেব, রদবদলের পর বেশকয়েকজন পুলিশ অফিসারের পদমর্যাদা কি হল ?
বর্তমান পদ কোন পদে বদলি হলেন
১. গোপাল চন্দ্র গাঙ্গুলি ইন্সপেক্টর অফ পুলিশ, বিধাননগর ইন্সপেক্টর অফ পুলিশ,মধ্যমগ্রাম
২. অনিরুদ্ধ সাহু ইন্সপেক্টর অফ পুলিশ, পঃ মেদিনীপুর ইন্সপেক্টর অফ পুলিশ,ডিআইবি,পঃমেদিনীপুর
৩. সমীর সরকার ইন্সপেক্টর অফ পুলিশ, কোচবিহার কোর্ট ইন্সপেক্টর সদর,দার্জিলিং
৪. কুণাল কান্তি দাস ইন্সপেক্টর অফ পুলিশ, মালদহ ইন্সপেক্টর অফ পুলিশ,ডিআইবি,মালদহ
৫. দেবদীপ যশ ইন্সপেক্টর অফ পুলিশ, বারুইপুর পিডি ইন্সপেক্টর অফ পুলিশ,টাকি রোড টিজি
৬. বিবেকানন্দ হালদার ইন্সপেক্টর অফ পুলিশ, রানাঘাট পিডি ইন্সপেক্টর অফ পুলিশ, ব্যারাকপুর
৭. স্নেহাংশু কুমার বালা ইন্সপেক্টর অফ পুলিশ, বারুইপুর পিডি ইন্সপেক্টর অফ পুলিশ,শিয়ালদহ জিআরপি
৮. গৌতম সাহা ইন্সপেক্টর অফ পুলিশ, বারুইপুর পিডি ইন্সপেক্টর অফ পুলিশ,এসসিআরবি
৯. প্রশান্ত পাল ইন্সপেক্টর অফ পুলিশ, বারুইপুর পিডি ইন্সপেক্টর অফ পুলিশ,এসভিএসপিএ,ব্যারাকপুর
১০.নীলতমাজা মুখার্জি ইন্সপেক্টর অফ পুলিশ,হাওড়া,জিআরপি ইন্সপেক্টর অফ পুলিশ,এডিপিসি
এর আগে পুজোর মুখে রাজ্যও কলকাতা পুলিশের একাধিক পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল।