বঙ্গ জুড়ে চলছে বৃষ্টির পর্ব, রবি পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস
Rains continue across Bengal, disaster forecast till Sunday

The Truth of Bengal: তীব্র দাবদাহের পর বৃষ্টির পর্ব চলছে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে। দফায় দফায় ভারী বৃষ্টি আবার কোথাও শিলা বৃষ্টি। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার আকাশের মুখ ভার। বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। দুর্যোগ চলবে সোমবার পর্যন্ত। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি কমলা সতর্কতা। একই সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া। আগামী সপ্তাহে আবারো হাওয়া বদল।
বৃষ্টি কমলে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুর সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে ৬২.২ মিলিমিটার।