যাদবপুরকাণ্ড থেকে শিক্ষা নেওয়ার বালাই নেই! ফের ব়্যাগিংয়ের শিকার কলেজ পড়ুয়া
Ragging in Kolkata

The Truth of Bengal, Subhayan Roy: যাদবপুরকাণ্ডের পর আবারও র্যাগিংয়ের শিকার কলেজ পড়ুয়া। কলকাতার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে মারধর করা হয়। অভিযোগ কলেজের সিনিয়রদের বিরুদ্ধে। ১১ অক্টোবর বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় পড়ুয়ার। গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সিনিয়রদের একটি বাইক তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
বিষয়টি বুঝতে না পেরেও ছাত্রটি সরি সিনিয়রদের। তারপরেও রীতিমত রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে সেদিন। পুজোর পরে সোমবার থেকে খুলেছে কলেজ। মঙ্গলবার কলেজে আবারও তাঁকে মারধর করা হয়। এদিন গাড়িতে বসে সে যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তাকে বিনা কারণে সিনিয়ররা বাইরে টেনে হিজড়ে বের করে মারধর করে। শরীরে একাধিক জায়গায় ক্ষতর চিহ্ন। ছিড়ে দেওয়া হয় সোহমের জামা।
ইতিমধ্যে আনন্দপুর থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে ওই ছাত্রের। কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। একটি সংবাদমাধ্যমকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে বুধবার অভিযুক্ত পড়ুয়াদের নিয়ে একটি বৈঠক করা হবে। এই বিষয়ে অভিযোগকারীকে প্রশ্ন করা হলে তাঁর পরিবার জানায় যে কলেজের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি তাঁদেরকে।
Free Access