একেরপর এক অগ্নিকান্ড মহানগরে, কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী?
One fire after another in kolkata, what did the Chief Minister say about this?

Truth of Bengal: চলতি বছরেই কলকাতা শহরে একের পর এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে গিয়েছে। আর তাতেই ক্ষতি হয়েছে শহরের বিভিন্ন বহুতল থেকে শুরু করে বসতিও। শুধু কি চলতি বছরেই? না মোটেই না বিগত কয়েক বছর ধরেই রাজ্যের যতগুলি অগ্নিকান্ড হয়েছে তার মধ্যে কলকাতায় অগ্নিকাণ্ডের সংখ্যা বেশি। এবার অগ্নিকান্ড নিয়ে নবান্নে মুখ খুললেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি আলিপুরের সন্নিকটে দুর্গাপুর ব্রিজে ঘটে যাওয়া অগ্নিকান্ড নিয়েও মুখ খুলেছেন তিনি। তাছাড়া দুর্গাপুর ব্রিজের ক্ষয়ক্ষতি নিয়ে দুঃখ প্রকাশও করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, “ এই শীতে আগুন পোহাতে গিয়ে অনেক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটছে। সেগুলি ইচ্ছাকৃত আমি বলব না কিন্তু যারা বিভিন্ন বসতিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন তাদের বীভৎস ক্ষয়ক্ষতি হয়েছে, দুর্গাপুর ব্রিজের ওখানে রেলের জমিতে বসতি ছিল। রেলকেও বলব আপনারা এই বিষয়টি একটু দেখবেন। জানেন কত ক্ষতি হয়েছে? ঘরবাড়ি পুড়েছে। তা না হয় সরকার দেখবে।”
এই বিষয়ে তিনি আরও বলেন, “দূর্গাপুর ব্রিজের ওখানে বস্তিতে আগুন লাগায় তাপে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যাঁরা যাতায়াত করতেন তাঁদের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। এর আগে আপনারা দেখেছেন মাঝেরহাট ব্রিজ নিয়ে কি হয়েছিল। ব্রিজেরও স্বাস্থ্য আছে। পরীক্ষা করে বলা হচ্ছে ক্ষতি হয়েছে। মানুষের ক্ষতির পাশাপাশি ব্রিজের ক্ষতিতেও সমস্যা হয়।” এমতাবস্থায় মমতার পরামর্শ, “ফাঁকা জায়গা আগুন পোহান। কিংবা আগুন পোহানোর পর তা নিভিয়ে ফেলুন।”
প্রসঙ্গত গত ২২ ডিসেম্বর, তপসিয়া, নিউ আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।