বিধানসভায় ৬ প্রতিনিধির শপথ অনুষ্ঠান ঘিরে তৎপরতা, ওয়াকফ সহ একাধিক প্রস্তাব গ্রহণ
oath-taking ceremony of 6 representatives in the Legislative Assembly, adoption of several proposals including Waqf

Truth Of Bengal: রাজ্যের নির্বাচিত ৬প্রতিনিধির শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বিধানসভায় তত্পরতা লক্ষ্যণীয়। এবার উপ-নির্বাচনে মাদারিহাটের জয়ী প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, সিতাইয়ের সঙ্গীতা রায়, মেদিনীপুরের সুজয় হাজরা, হাড়োয়ার রবিউল ইসলাম সহ ৬ প্রতিনিধিকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথ গ্রহণ অনুষ্ঠান বেলা ১২-৩০মিনিটে শুরু হওয়ার কথা। রাজ্যসঙ্গীত দিয়েই অনুষ্ঠান শুরু। রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে এবারের বিধানসভা অধিবেশনে শাসকদল তৃণমূল কংগ্রেস একাধিক প্রস্তাব আনতে তৈরি। ওয়াকফের মতো সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এই বিষয়ে রাজ্যের তরফে প্রয়োজনীয় প্রস্তাব আনা হতে পারে। তৃণমূল কংগ্রেস মনে করছে, আসলে বিজেপির সরকার সংখ্যালঘুদের সম্পত্তিতে নাক গলাতে চায়। তাই রাজ্যের প্রস্তাব মতো এবার কেন্দ্রীয় বিরোধী প্রস্তাব পাস করার প্রবণতা লক্ষ্যণীয়।
মূলতঃ কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে প্রতিবাদের সুর নিয়ে এগিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস।সেজন্য বিধানসভায় নির্দিষ্টি প্রস্তাব আনা হতে পারে। সংসদে যেভাবে কেন্দ্রীয় একতরফা অর্থ আটকে রাখার বিরুদ্ধে বিরোধী শিবিরের অন্যতম দল তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে, তেমনই আবার রাজ্য বিধানসভাতেও প্রস্তাব আসায় তাতে কেন্দ্রের চাপ বাড়ছে।
তাই বাংলার মানুষের স্বার্থে উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের মতোই এই ধরণের বার্তা আলাদা গুরুত্ব পাচ্ছে। এবার বিধানসভায় বিরোধী বিজেপির বিধায়ক সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমেছে। তাঁদের সদস্যসংখ্যা ৭০-র কাছে রয়েছে। তাই বিরোধী কণ্ঠ দুর্বল হওয়ায় শাসকশিবিরের দাবি পেশে কিছুটা ফ্রন্টফুটে রয়েছে বলে জানা গেছে।