সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে: পরিবহন মন্ত্রী
Number of government buses has been increased: Transport Minister

Truth Of Bengal: দেবরাজ হালদার, কলকাতা: সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামীদিনে আরও বাসের সংখ্যা বাড়ানো হবে, নিয়োগ করা হবে আরও চালকও কর্মী। যাত্রীদের আশ্বস্ত করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে তিনি এসএসকেএমের সামনে বিভিন্ন রুটের যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি।
কথা দেন, আন্দুল-আমতা রুটে বাস বাড়ানো হবে। বাস হয়রানি নিয়ে ৫ দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণ দফতরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। এরপরই বাসের সংখ্যা বাড়াতে পরিবহণ দফতর তৎপরতা শুরু করে। সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা শহরতলিতে এতদিন ৫৫০টি বাস ৩ হাজার ৩০০ টি ট্রিপ করত।
সেই ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। আরজি কর, মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের রোগীদের স্বার্থে বাসের সংখ্যা আরও ৭৪টি বাড়ানো হয়েছে। আগে এই হাসপাতালগুলোতে ৭৪টি বাস চলতো। একইসঙ্গে নিউটাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্যা ১০৮ থেকে বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইডের দিকে। কিন্তু, তাতেও সমস্যা কি মিটেছে? তা খতিয়ে দেখতে বুধবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এসএসকেএম সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
যাত্রীদের মুখে শোনার পর কোন কোন রুটে বাস বাড়ানো দরকার তা খতিয়ে দেখা হচ্ছে। সেজন্য এই সরেজমিনে পরিদর্শন গণপরিবহণ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগে প্রতিদিন ট্রিপের সংখ্যা ছিল ৩৩০০। এখন সেই ট্রিপের সংখ্যা ৪১০০ করা হয়েছে। যাত্রী পরিষেবার পাশাপাশি সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে। চালক ওয়ার্নিং না শুনলে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হবে বলে হুঁশিয়ারিও দেন স্নেহাশিস চক্রবর্তী। আন্দুল, আমতা সহ বিভিন্ন রুটে সরকারি বাস বাড়ানো হবে বলে যাত্রীদের কথা দেন মন্ত্রী।
- কলকাতা শহরতলিতে ৫৫০টি বাস
- ৩ হাজার ৩০০ টি ট্রিপ করত
- সেই ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে
- বিভিন্ন হাসপাতালের বাসের সংখ্যা বাড়ানো হয়েছে
- ৭৪টি বাস চলতো, আরও ৭৪টি বাড়ানো হয়েছে
- নিউটাউন এলাকায় ছিল ট্রিপ সংখ্যা ১০৮
- বাড়িয়ে সেই সংখ্যা এখন ১৫৬ করা হচ্ছে
- আগে প্রতিদিন ট্রিপের সংখ্যা ছিল ৩৩০০
- এখন সেই ট্রিপের সংখ্যা ৪১০০ করা হয়েছে