অস্বাভাবিক নয়, স্বাভাবিক মৃত্যু! আমহার্স্ট স্ট্রিটের ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে
Not unusual, natural death! Amherst Street's autopsy report is public

The Truth Of Bengal : আমহার্স্ট স্ট্রিট থানায় ব্যবসায়ী অশোক সিংয়ের রহস্যজনক ভাবে মৃত্যু হয়। আর এই মৃত্যুকে সামনে রেখে রাজনীতিতে নেমে পড়ে বিজেপি। অভিযোগ করা হয় থানার লকআপে পিটিয়ে মারা হয়েছে তাঁকে। থানা ঘেরাও, রাস্তা অবরোধ করে রাজনৈতিক ময়দান গরম করে বিজেপি। এবার সামনে এল অশোক সিংয়ের মৃত্যুর ময়না তদন্তে রিপোর্ট।
প্রাথমিক রিপোর্টে প্রকাশ, অশোক সিংয়ের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে। স্ট্রোকের কারণে রক্তক্ষণ হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মৃত অশোক সিংয়ের দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। আমহার্স্ট স্ট্রিট থানায় রহস্যমৃত্যু নিয়ে রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি আদালতে দ্বারস্থ হয় বিজেপি।
বিজেপির মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, আপাতত দ্বিতীয়বার ময়নাতদন্ত নয়। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের দাবি খারিজ করে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ নভেম্বর। এদিকে আমহার্স্ট স্ট্রিটের ঘটনার তদন্তভার লালবাজার গোয়েন্দা বিভাগের হাতে তুলে দিয়েছে প্রশাসন। আমহার্স্ট স্ট্রিটের ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
FREE ACCESS