প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তরবঙ্গ, জরুরি ভিত্তিতে বৈঠক কমিশনে
North Bengal due to natural calamities, meeting on an urgent basis in the commission

The Truth of Bengal: প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। রবিবার রাতে ছুটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগপূর্ণ এলাকা ঘুরে দেখেছেন। দেখা করেছেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে রাজ্য সরকার। এই উত্তরবঙ্গের প্রথম দফা নির্বাচন। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ১৯ এপ্রিল। তার আগে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এলাকা। উদ্বিগ্ন নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং এই দুর্যোগের মধ্যে সাধারণ মানুষ যাতে ভোট গ্রহণ কেন্দ্রে যায় তার ব্যবস্থা নিতে বিশেষ উদ্যোগী কমিশন।
জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠক। তিন জেলা শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক। উত্তরবঙ্গ নিয়ে, উদ্বিগ্ন নির্বাচন কমিশন। প্রথম দফায় নির্বাচন হতে চলেছে উত্তরবঙ্গের তিন জেলায়। তার আগে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। তাই কলকাতার CEO অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত তিন জেলার DEO (DISTRICT ELECTION OFFICER) দের নিয়েই হবে এই বৈঠক। এই তিন জেলা হল – কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এই বৈঠক ভিডিও কনফারেন্স-এ।
তিন জেলার DEO (DISTRICT ELECTION OFFICER) রা যেমন এই ভিডিও কনফারেন্স-এ আছেন। সেরকম কলকাতার CEO অফিসের উচ্চ পদস্থ আধিকারিকেরাও দিল্লির নির্বাচন কমিশনের উচ্চ পদস্থ আধিকারিকেরা আছেন। উত্তরবঙ্গের রাস্তা ঘাট এর পরিস্থিতি কেমন? কোন কোন বুথ ক্ষতিগ্রস্থ?? বুথ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অল্টারনেটিভ কোন বুথ এর ব্যবস্থা করা যায় কিনা তা আলোচনায় উঠে এসেছে বলে সূত্রের খবর। যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দের উত্তরবঙ্গের এই সব জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি রকম কাজ করছেন তা নিয়েও আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে। এই এলাকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা বৈঠকে।