কলকাতা

চলতি বছরের শেষে গঙ্গার নীচ দিয়ে ছুটবে হাওড়া –কলকাতা মেট্রো

New Metro in Kolkata

The Truth of Bengal: চলতি বছরেই রাজ্যবাসীকে নিউলুকের মেট্রো উপহার দিতে চায় রেল মন্ত্রক।আশা করা হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে চালু হয়ে যাবে হাওড়া-কলকাতা মেট্রো। অত্যাধুনিক রেক যাত্রী স্বাচ্ছন্দ্য উপযোগী হবে।মেট্রো প্রশাসনের তরফে জানা গেছে, গঙ্গার নীচ দিয়ে দ্রুত গতিতে ছুটবে বুলেট ট্রেনের ধাঁচে তৈরি এই ট্রেন।বলা যায়. গঙ্গার নীচে টানেলের কাজ শেষ হয়েছে অনেক আগেই। পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে মেট্রোর রেক।এবার অত্যাধুনিক রেক দিয়ে মেট্রোর যাত্রা শুরুর অপেক্ষা।

এছাড়াও  রেল মন্ত্রকের পক্ষ থেকে আরও আভাস মিলেছে,সর্বমোট ৮৮টি মেট্রোর মাণোন্নয়ন ও আধুনিকতার ছাঁচে গড়ে তোলার কাজ জোরদার হচ্ছে।এরজন্য রেলমন্ত্রক ৬ হাজার কোটি টাকা খরচও ধরেছে কেন্দ্র। মূলতঃ মেট্রোর অন্দরমহলকে নান্দনিকভাবে আলাদা টাচ দেওয়া হচ্ছে।এসি রেক গুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হবে এবং বাংলার ব্রাইডাল ও টেরাকোটাও শিল্পকর্ম রেকগুলোতে সৌন্দর্যের বাহন হয়ে উঠবে।যাত্রীদের বৈচিত্র্যের রসদ জোগাতে রেকগুলোতে স্থানীয় শিল্পও কারুকার্যকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও অভিনবত্ব আনার ভাবনাচিন্তাও চলছে।বিমানবন্দরগামী যাত্রীরা যাতে আসনগুলির নীচে লাগেজ রাখতে পারেন সেই বন্দোবস্তও থাকবে।আরাম থেকে দৃষ্টিসুখ সবকিছুর মাধ্যমে সড়কপথের যাত্রীদের পাতালপথে নিয়ে আসার সবরকম চেষ্টা যে জারি আছে তা বলাই যায়।একইসঙ্গে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আগামীতে কোচের ভিতরে  সিসিটিভি লাগানোর ভাবনাও নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

Related Articles