বিমানবন্দরের ভোটে জোড়া ফুলের দাপট, জয়জয়কার তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের
Netaji Subhash Chandra Bose International Airport

The Truth Of Bengal: বিমানবন্দরের ইউনিয়নে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থন থাকা কর্মী সংগঠনের দাপট। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের ইউনিয়ন নির্বাচনে একদিকে ছিল, তৃণমূল সমর্থিত ‘এয়ারপোর্টস অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন’। আর অন্যদিকে ছিল বিজেপি সমর্থিত ‘কামগর ইউনিয়ন’। গতকাল, সোমবার সকালে ভোটগ্রহণের পর গণনা শেষ হতে মধ্য রাত হয়ে যায়। পোস্টাল ব্যালটের গণনা না হলেও যত সংখ্যক পোস্টাল ব্যালট ছিল, তার থেকে অনেক বেশি ভোটেই এগিয়ে ‘এয়ারপোর্টস অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন’ (বাংলায় তৃণমূল পরিচালিত)। সুতরাং তৃণমূলপন্থীরাই যে জয়ী হয়েছেন তা বলাই বাহুল্য। ‘এয়ারপোর্টস অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন’-এর দখলে ছিল কলকাতা বিমানবন্দর।
এবার এই নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার ছিল ৭৪২ জন। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ভোটার সংখ্যা ৫৫৭ এবং রিজিওনাল হেডকোয়ার্টারে ১৮৫। ভোটগ্রহণ কেন্দ্র ছিল ২টি। দেশের ১১৯টি বিমানবন্দরের ইউনিয়নের নির্বাচনের সঙ্গেও তা আয়োজিত হয় কলকাতাতেও। পাঁচ বছর অন্তর হয় এই নির্বাচন। ২০১৮ সালে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের ইউনিয়নের নির্বাচনে মোট ভোটার ছিল ১১৯৫। এবার ভোটার সংখ্য়া অনেকটাই কমেছে।
কলকাতা বিমানবন্দরের ইউনিয়নের নির্বাচনে বিজ্ঞপ্তি প্রকাশের পর ৬ই জুলাই মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। ৭ তারিখ চলে স্ক্রুটিনি। ২৬ অগস্ট অবধি চলে ভোট প্রচার। ২৮ অগস্ট ভোটগ্রহণ হয়। বর্তমানে ২০২৩ সালে ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৪২-এ। গতকাল, সোমবার ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ফলপ্রকাশ হয় রাত সাড়ে ১১টা নাগাদ।
সুতরাং তারা যে জয়ী তা বলাই বাহুল্য।