
Truth Of Bengal: কলকাতায় ফের রহস্যমৃত্যু। গড়িয়ায় একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে দম্পতির মৃতদেহ। স্বামীর দেহ ছিল ঝুলন্ত অবস্থায়। আর স্ত্রীর দেহ পড়েছিল খাটের ওপর। গলায় ছিল দাগ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। মৃত ব্যক্তিরা হলেন ৪৫ বছরের তরুণ দাস এবং তাঁর স্ত্রী আশা দাস।
এই দম্পতি গড়িয়ার আদর্শ পল্লিতে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের দুই সন্তানও আছে। আর একই বাড়িতে ভাড়া থাকতেন আশাদেবীর বোনও। বুধবার বাড়ির এক সদস্যই দু’জনের দেহ দেখেত পান। জানা গিয়েছে, ডাকাডাকি করে সাড়া না মেলায় ঘরে উঁকি দিতে যান তিনি। তখনই ঘরের মধ্যে একজনকে ঝুলতে দেখেন তিনি। এরপর তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশিরা।
স্থানীয়রাই দরজা ভেঙে ওই দম্পতির ঘরে ঢোকেন। তখনই তাঁরা দেখতে পান দম্পতির দেহ। স্থানীয়রা জানিয়েছেন, স্ত্রী খাটে শোয়ানো অবস্থায় ছিলেন। তাঁর গলায় দাগ। গাল দিয়েও বেরিয়েছে রক্ত। সেই অবস্থায় নরেন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়ে থাকতে পারেন স্বামী। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।