কলকাতা
পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! গ্রেফতার অভিযুক্ত
Murder at PK Banerjee's house! Accused arrested

Truth Of Bengal: পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন। খুনের ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত। দুই পরিচালকের মধ্যে বচসার সৃষ্টি হয়। এরপর তারা একে অপরকে ছুরি দিয়ে কোপ মারে। জানা যায়, শুক্রবার রাতে মদের আসর বসে ওই বাড়িতে। তা থেকেই দুজনের মধ্যে বচসার সৃষ্টি হয়েছিল।ড্রাইভারের সাথে বচসার জেরে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক সূত্রে অনুমান করা হচ্ছ।
আরও জানা যায়, বর্তমানে ওই বাড়িতে পিকে বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর অবর্তমানে তারা মেয়েরা ওই বাড়িতে থাকেন। এদিন ওই বাড়ি থেকে রাত সাড়ে দশটা নাগাদ ওই কেয়ারটেকারের দেহ উদ্ধার হয়। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এরপর তারা এসে অভিযুক্তকে গ্রেফতার করে।