কলকাতা

শহরে বিরল রোগে’র সন্ধানের চেষ্টা, বাড়ি বাড়ি খোঁজ নেবে পুরপ্রশাসন

Municipal administration in search of 'rare diseases' in the city

The Truth of Bengal: শিশুদের মধ্যে বিরল রোগ বাড়ছে। অনেক অভিভাবক সেকথা বুঝতে পারেন না।কিন্তু শিশুরা বড় হলে বোঝা যায়,রোগের প্রকোপ বেড়েছে।এই অবস্থায় রোগ নির্মূল করতে পুরপ্রশাসন ধারাবাহিক সমীক্ষায় যেতে চায়।কারণ পুরকর্তারা মনে করছেন,পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে বিরল রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা। পুরসভার তথ্য মোতাবেক,

  • বিশ্বে বিরল রোগের সংখ্যা ৭হাজার
  • ভারতে বিরল রোগের সংখ্যা প্রায় ৪৩০
  • কলকাতায় রোগীর সংখ্যা খুঁজতে চায় পুরসভা
  • আশা কর্মীরা রোগীর সংখ্যা জানতে সমীক্ষা করবে

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ,বিরল রোগ নিয়ন্ত্র্রণের লক্ষ্যে তথ্য বিশ্লেষণ করার ওপর  জোর দেন তিনি। শহরের আপাতত ১০টি ওয়ার্ডে প্রাথমিক ভাবে পাইলট প্রোজেক্ট চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র। ধীরে ধীরে এই প্রক্রিয়া শহরের ১৪৪টি ওয়ার্ডেই চালু করা হবে বলে জানানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে চিকিৎসক শুভব্রত কাঞ্জিকে এই উদ্যোগের নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। ডুশিন মাসকুলার ডিসট্রফি, প্রেডার উইলি সিন্ড্রোম ইত্যাদি বিরল রোগের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়াতে এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।  বিরল রোগ একটা জেনেটিক ডিসঅর্ডার। শিক্ষিত বিশেষজ্ঞ এবং আশা কর্মী থাকবেন চিকিৎসা কেন্দ্র। পারিবারিক এবং সামাজিক কল্যাণে একটা নতুন দিগন্ত খুলে দেবে বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ।  কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য পরামর্শদাতা ডক্টর টি কে মুখোপাধ্যায় জানান যে বিরল রোগের অনেক শিশুর মৃত্যু হয়। অনেক সময় বিরল রোগ কে গুরুত্ব করা হয় না। অজান্তে রোগের প্রকোপ যাতে না বাড়ে সেজন্য চিকিত্সকরাও কেয়ার নিতে চান। বিরল রোগীদের নিয়ে ম্যারাথনের আয়োজন বা প্রচারের ব্যবস্থাপনা আসলে এই শহরে রোগের প্রার্দুভাব কমাতে সাহায্য করবে বলে পুরপ্রশাসনের আশা।

Related Articles