এবছর সদয় হবে বর্ষা, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস
Monsoon will be kind this year, with more than normal rainfall forecast

The Truth of Bengal: গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটা বেশি সদয় হতে চলেছে বর্ষা। গোটা দেশে চলতি বছর বর্ষাকালে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন। এই পূর্বাভাসে খুশি চাষিরা। আগের বছরগুলিতে অনাবৃষ্টির জন্য অনেক রাজ্যে চাষের কোর্টে পারেননি চাষিরা। ফলে তাঁদের বিরাট ক্ষতি হয়েছিল। এবছর তাঁদের সেই ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করছেন চাষিরা।
বর্ষা এখন সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে দেসের ভূখণ্ডে। কয়েকদিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে, ৩১ মে নাগাদ কেরল দিয়ে দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করবে। দেশে বর্ষা প্রবেশ করার জন্য ঘূর্ণিঝড় রেমাল অনেকটাই সহায়ক হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বাংলায় কবে বর্ষা আসবে সেই সম্পর্কে এখনই কিছু বলা হয়নি। বাংলায় প্রথমে বর্ষা আসে উত্তরবঙ্গে। ৫-৬ জুন স্বাভাবিক সময়। তারপর দক্ষিণবঙ্গে বর্ষা আসে। স্বাভাবিক সময় ৮-১০ জুন। আন্দামানে যে ভাবে বর্ষা ঢুকেছে, তাতে মনে করা হচ্ছে স্বাভাবিক সময়ে বর্ষা প্রবেশ করতে পারে বাংলায়।
গতকাল সোমবার বর্ষার দ্বিতীয় পূর্বাভাসটি জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। তাতে গোটা দেশে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক গড়ের তুলনায় ১০৬ শতাংশ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। দেশের মধ্য ও দক্ষিণ অংশে স্বাভাবিকের থেকে বেশি ও উত্তর-পশ্চিম অংশে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে এবছর স্বভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যা চাষিদের জন্য স্বস্তিদায়ক বার্তা।