কলকাতা

গানের স্কুলেই যৌন নির্যাতনের শিকার নাবালিকা, গ্রেফতার সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী

Minor girl sexually abused at music school, musician Sanjay Chakraborty arrested

Truth Of Bengal: ফের যৌন নির্যাতনের অভিযোগ! এবার গানের স্কুলেই এক নাবালিকাকে যৌন নির্যাতনের বিস্ফোরক অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। যিনি সম্পর্কে গায়ক পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই হন। দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার আধিকারিকরা মুম্বই থেকে অভিযুক্ত সঙ্গীতশিল্পী সঞ্জয়কে গ্রেফতার করেছেন।

পুলিশ সূত্রে খবর, চারু মার্কেট এলাকায় একটি গানের স্কুলে গান শেখান সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সেখানেই গান শিখত এক নাবালিকা। পুজোর আগে চারু মার্কেট থানায় গিয়ে নাবালিকার অভিভাবকরা অভিযোগ করেন, সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী সঙ্গীত শেখানোর নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই তাঁদের নাবালিকা কন্যার যৌন হেনস্থা করেছেন।

থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই মুম্বইয়ে চলে যান সঞ্জয়, পুলিশের সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। অভিযুক্ত সঞ্জয় সেখানে গিয়ে নিজের কয়েকজন পরিচিত গায়ক-গায়িকার বাড়িতে থাকা শুরু করে।

সেখানে গিয়ে তিনি আগাম জামিনের জন্য হাই কোর্টে আবেদনও জানান। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দেন। কিন্তু তাও কলকাতায় ফিরছিলেন না তিনি। সেকারণে মুম্বইয়ে হানা দেয় চারু মার্কেট থানার একটি টিম। এরপর অভিযুক্তর পরিচিত এক সঙ্গীতশিল্পীর বাড়ির কাছ থেকেই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ টিম। ইতিমধ্যে কলকাতায় নিয়ে এসে তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।