কলকাতা
মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙা যাবে না! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee on Dakshineswar Skywalk

The Truth of Bengal: মেট্রো সম্প্রসারণের জন্য বাধা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক। এমনটাই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিথেছিল মেট্রো কর্তৃপক্ষ।
তবে নবান্ন সভাঘর থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেওয়া দেন ‘দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করা যাবে না’। একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না।সরকারি প্রকল্পে গৈরিকীকরণের বিরুদ্ধেও প্রধানমন্ত্রীকে প্রতিবাদপত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু অখণ্ড,ঐক্য,সৌহার্দ্রের আবহ বজায় রাখার ডাক দেওয়াই নয়,ধর্মনিরপেক্ষতার মূর্ত প্রতীক রামকৃ্ষ্ণ-বিবেকানন্দের সাধনভূমির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা স্কাইওয়াক কখনই ভাঙতে দেওয়া হবে না বলে হঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Free Access