মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে, মহাপ্রয়াগে মৃত্যু মিছিল নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahakumbh has now become a death kumbh, says Chief Minister on death procession in Mahaprayag

Truth Of Bengal: প্রয়াগরাজে মহাকুম্ভে যেন মৃত্যু মিছিল। কখনো পদপৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের আবার কখনও রেল স্টেশনে ট্রেন ধরার হুড়োহুড়িতে মৃত্যু হচ্ছে। আগুন লাগছে মহাকুম্ভে। কেন্দ্রীয় সরকার কুম্ভের জন্য বহু টাকা বরাদ্দ করলেও কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। সাধারণ মানুষের পুণ্যস্নান করতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে। রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মহাকুম্ভের এই মৃত্যু মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সঙ্গে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মহাকুম্ভ পরিচালনার ব্যর্থতা নিয়ে সোচ্চার হন। পরিকাঠামো না গড়ে তোলা নিয়েও সোচ্চার হন মমতা। যেখানে আগে থেকেই ঠিক ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ সেখানে ভিড় জমাবেন তার পরেও কেন ব্যবস্থা ঠিকঠাক রাখা হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। চরম অব্যবস্থা। জীবন হাতে নিয়ে পুণ্য করতে যেতে হচ্ছে মানুষের।
এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে গঙ্গাসাগরের কথা। গঙ্গাসাগরে সেতু নির্মাণে কেন্দ্রীয় সরকার কেন কোন উদ্যোগ নিল না তা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, যারা হিন্দু ধর্ম নিয়ে এত কথা বলছেন গঙ্গাসাগর সেতু নিয়ে কেন কোন উদ্যোগ নিলেন না? মহাকুম্ভে সঠিক কতজন মারা গিয়েছে তার হিসাব কেন দিচ্ছেনা উত্তর প্রদেশ সরকার সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার সময় কোথায় থাকেন ‘বক বকমরা’ সেই কথা বলেন মুখ্যমন্ত্রী।