বুধের রাতে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচি, মিলবে বিশেষ মেট্রো পরিষেবা
kolkata metro provides special service on wednesday night for passengers anbsd

Truth Of Bengal : বুধবার এক ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। আর জি কর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী খুনের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামছেন সমাজের বিভিন্ন স্তরের মহিলারা। কর্মসূচির নাম “মেয়েরা রাত দখল করো।” এই কর্মসূচির জন্য বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাত ১০ টায় এই বিশেষ মেট্রো চলবে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে।
এরপর আরও একটি স্পেশ্যাল মেট্রো ছাড়বে রাত ১০.২০ মিনিটে। এই মেট্রোটিও দমদম এবং কবি সুভাষ এই দুই স্টেশন থেকে ছাড়বে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, শুধুমাত্র আজকের জন্য সমস্ত বুকিং কাউন্টার যাত্রীদের সুবিধার্থে খোলা থাকবে। অন্যদিকে, শেষ মেট্রো চলবে রাত ১০.৪০ মিনিটেই।
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “গত ২-৩ দিন ধরে আমরা মেট্রো রেল কর্তৃপক্ষ, বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশন এবং নানা ব্যক্তির তরফ থেকে মেইল সহ নানা অনুরোধ পেয়েছি। আজ অর্থাৎ, ১৪ তারিখ রাতে একটি বিশেষ জমায়েতকে কেন্দ্র করে বিশেষ মেট্রো সার্ভিসের জন্য অনুরোধ করেছেন তারা। এই ভিড়কে আমরা আন্দাজ করে কিছু পরিবর্তন এনেছি মেট্রো সার্ভিসে।”
তিনি আরও বলেন, “দমদম এবং কবি সুভাষ থেকে শেষ যে মেট্রোটি রাত ১০.৪০ মিনিটে চলে, সেটিতো চলবেই। সেখানে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে তার আগে দুটি বিশেষ মেট্রো আমরা দিচ্ছি। একটি ট্রেন দমদম এবং কবি সুভাষ, দুটি স্টেশন থেকেই ছাড়বে রাত ১০টায়।”
তাঁর কথায়, “অপর আরেকটি ট্রেন আমরা দিচ্ছি রাত ১০.২০ মিনিটে। সেটিও সব স্টেশনে দাঁড়াবে এবং দমদম ও কবি সুভাষ স্টেশন থেকেই ছাড়বে। আমাদের সব বুকিং কাউন্টার আজ খোলা থাকবে। যাতে যাত্রীদের কোনওরকম অসুবিধে না হয়।” রাতের কলকাতা আজ মহিলাদের দখলে আসতে চলেছে তা বলাই বাহুল্য।