কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিরাপত্তায় নয়া ভাবনা! ক্যাম্পাস পরিদর্শন করল ইসরোর দল

Jadavpur University

The Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার পরেই, নানা বিতর্ক দেখা দিয়েছিল। বেশ কয়েকজন প্রাক্তনীসহ কিছু পড়ুয়াকে গ্রেফতার করা হয় RAGGING কাণ্ডে। তার পর থেকে ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো নিয়ে বিতর্ক শুরু হয়। যদিও ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো নিয়ে তীব্র প্রতিবাদ জানায়, এসএফআইসহ কয়েকটি ছাত্র সংগঠন। তীব্র প্রতিবাদ সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিয়ে কড়া অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে জোরদার করতে উন্নত পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে তাদের। বুধবারই ক্যাম্পাস পরিদর্শন করেন ইসরোর প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের কোন কোন গেটে বসতে পারে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা, সেই সমস্ত বিষয়গুলিও খতিয়ে দেখেন তারা। সূত্রের খবর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফডিআই-কে (RFDI) কাজে লাগিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায় কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জোন ঘুরে দেখে ইসরোর দল। এরপরেই তাঁরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করবেন। এদিন ইসরোর টিমের সঙ্গে ছিলেন যাদবপুরের উপাচার্য, সহ উপচার্যও। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপাচার্য বুদ্ধদেব সাউ বলে এসেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে এক করে দেখা উচিত নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই পদক্ষেপ করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইসরোর প্রতিনিধিরা এসেছেন, পুরো ক্যাম্পাস ঘুরে দেখলেন, তাঁদের রিপোর্টের পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

Related Articles