কলকাতা
বেহালায় বেআইনি কল সেন্টার এর হদিশ, গ্রেফতার ৭, উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স গেজেট
Illegal call center located in Behala, 7 arrested, several electronic gadgets recovered

The Truth Of Bengal: প্রতারণার ফাঁদ পাততে শহরে একাধিক বেআইনি কল সেন্টার তৈরি করেছে প্রতারকেরা। প্রতারণা রুখতে তৎপর সাইবার সেল। বেহালায় এমনই একটি বেআইনি কল সেন্টারের হদিস মিলেছে। ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে ওই বেআইনি কল সেন্টার থেকে সাত জনকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে কয়েকটি কম্পিউটার।
ভুয়ো ফোন কল আসছে প্রতারকদের কাছ থেকে সেখান থেকে ব্যাংক ও আপনার এটিএম কার্ডের যাবতীয় তথ্য সংগ্রহ করছে প্রতারকরা। এরপর প্রতারকরা গ্রাহকদের কার্ড ব্যবহার করে ব্যাংক থেকে উধাও করে দিচ্ছে টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে একই সঙ্গে এই প্রতারণার ঘটনায় আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।