এখনও পর্যন্ত লাগাম ডেঙ্গি-প্রকোপে, জ্বর হলেই ডেঙ্গি নয়, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন
If fever is not dengue, don't panic, be careful

The Truth of Bengal: গত কয়েক বছর মানুষ নাজেহাল হয়েছিল ডেঙ্গি নিয়ে। গোটা রাজ্যজুড়ে বেড়েছিল ডেঙ্গির প্রকোপ। এবছর সেই প্রবণতায় লাগাম টানা গিয়েছে। সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনের উদ্যোগে ডেঙ্গি প্রকোপে রাশ টানা গিয়েছে। ডেঙ্গি মরসুমের এখনও অনেকটা সময় বাকি। তাই কোনও ঢিলেমি নয়, সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা।
বর্ষার শুরুতেই বাড়ে ডেঙ্গির প্রকোপ। প্রতিবছর এটা চেনা ছবি। তবে প্রশাসন সতর্ক থাকায় লাগাম টানা যায় ডেঙ্গির প্রকোপে। বর্ষা আসতেই শুরু হয়েছে মশাবাহিত রোগের উপদ্রব। কলকাতা সহ বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্তের খবর মিলছে। বিগত বছরগুলিতে ডেঙ্গিতে যে ভাবে নাজেহাল হয়েছিল মানুষ, এবার এখনও পর্যন্ত পরিস্থিতি আয়ত্তে আছে। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক আগে থেকেই স্বাস্থ্য দফতর বিভিন্ন রকম পদক্ষেপ করতে শুরু করে। বর্ষাকাল আসার আগে থেকেই ডেঙ্গি প্রতিরোধ বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকারি বিভিন্ন অফিস চত্বর পরিষ্কার করানোর কাজ চলে অনেকদিন আগে থেকেই। ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় এমন নানা পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। নজর রাখা হয় কড়া ভাবে। তবে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য সবথেকে কার্যকরী উপায় হল সাধারণ মানুষের সচেতনতা। সেই সচেতনতা বৃদ্ধিতেই বিশেষ ভাবে জোর দেওয়া হয় প্রশাসনের তরফে। বাড়ির আনাচে-কানাচে জমে থাকা জলে জন্মায় ডেঙ্গির মশা। মানুষ সচেতন হওয়ায় এবছর এখনও পর্যন্ত তেমন ঘটনা সামনে আসেনি। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতায় ডেঙ্গি সংক্রমণেএখনও পর্যন্ত সেই ভাবে মাথাচাড়া দিতে পারেনি। যা স্বস্তির সবার জন্য।
এখন অবশ্য ঘরে ঘরে বাড়ছে জ্বর-সর্দি। সাধারণ জ্বর না ডেঙ্গি? কী করে বুঝবেন? তবে উপসর্গ দেখলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। ডেঙ্গি হয়ে কিনা তা বোঝার জন্য কী করতে হবে– সেই সম্পর্কে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায়। তিনি জানিয়েছেন, জ্বর হলে প্যারাসিটামল খেয়ে তিনদিনের মধ্যে না কমলে ডেঙ্গি পরীক্ষা করাতে হবে। তারপর চিকিৎসকের কথামতো পদক্ষেপ করতে হবে।
বর্ষার মুখে ঠান্ডা-গরমে সাধারণত জ্বর-সর্দির প্রকোপ বাড়ে। তবে জ্বর হলেই চিন্তার কারণ নেই। ডেঙ্গি হয়েছে বলে আতঙ্কিত না হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। নির্দিষ্ট সময়ের পর ডেঙ্গি পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি সেভাবে হুল ফোটাতে পারেনি। সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনের উদ্যোগে ডেঙ্গির মশাকে কাবু করা গিয়েছে। সচেতন থাকতে হবে বাকি দিনগুলিতেও।