“আমার নামটাও আমার পছন্দ নয়, হয়ে গেছে”- কেন এ কথা বললেন মুখ্যমন্ত্রী?
"I don't even like my name, it's done" - why did the Chief Minister say this?

Truth Of Bengal: দক্ষিণ কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে ‘ ছাত্র সপ্তাহ ২০২৫” অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কাছে নিজের বক্তব্য রাখতে গিয়ে ছোটবেলার অনেক কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যেমন জন্মদিনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হয়। কিন্তু সেই জন্মদিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে একেবারেই উৎসাহী নন তা স্পষ্ট করে দেন এদিন তার বক্তব্যে।
“আমার নামটাও আমার পছন্দ নয়, হয়ে গেছে”- কেন এ কথা বললেন মুখ্যমন্ত্রী? pic.twitter.com/MuJYsR2pH1
— TOB DIGITAL (@DigitalTob) January 8, 2025
মুখ্যমন্ত্রী বলেন, “আমার তো মনে হয় আমি এখনো জন্মায়নি”। আর জন্মদিন হিসাবে কাগজপত্রে যে দিনটা রয়েছে তা আদতে জন্মদিন নয় তাও এদিন স্পষ্ট করে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন স্কুলে ভর্তির সময় একটা ইচ্ছেমতো দিন বসিয়ে দিয়েছিলেন বাবা। যেমনটা বাড়িতে জন্মালে সে সময় হয়ে থাকতো।
একথা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেই সময়ই “হোম ডেলিভারি” হতো। আর তাই নির্দিষ্টভাবে জন্মের দিনক্ষণ হিসাব থাকত না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমার নামটাও তো আমার পছন্দের নয় হয়ে গেছে। নাম তো আর নিজে দেয় না কেউ। এদিন ছাত্র-ছাত্রীদের কাছে নিজের কথা ছোটবেলার অনেক কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আর সেই সঙ্গে কঠোর পরিশ্রম করলে যে তার সুফল মিলবে তা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন।