খাস কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ৪
Huge quantity of ganja seized in Kolkata, 4 arrested

Truth of Bengal: শহরের অন্যতম ব্যস্ত এলাকা ধর্মতলা থেকে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে নারকোটিক সেল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালানো হয়। এই অভিযানে ৬৬ কেজি বেআইনি মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গোপন খবর আসে যে কয়েকজন যুবক মিলে গাঁজা পাচারের পরিকল্পনা করছে। অভিযুক্তরা ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে জড়ো হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে ময়দান থানার পুলিশ অভিযান চালিয়ে ধর্মতলা সরকারি বাসস্ট্যান্ডের পাশে একটি অস্থায়ী টায়ার রিপেয়ারিংয়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে।
ধৃতদের প্রত্যেকেই নদিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা ওড়িশা থেকে এই গাঁজা নিয়ে এসেছিল। তবে এই বিপুল পরিমাণ মাদক কলকাতার কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে বড় কোনো মাদক পাচার চক্র জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।