কলকাতা
Trending

মূচিপারায় আত্মঘাতী গৃহবধূ, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার…

Housewife Commits Suicide in Moochipara

The Truth Of Bengal: ফের শহরে মৃত্যু, ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলার। ১২ নম্বর ক্রিক রো লেনে আগুন। পৌনে তিনটে নাগাদ আগুন লাগে বলেই দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে।

বাড়িতে থাকা ওই মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম সাথী ব্যানার্জি বয়স ৫২। ঘটনাস্থলে পৌছায় মূচিপারা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হওয়ার জন্যই  গ্যাস সিলিন্ডার খুলেই ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে নিয়েছিলেন ওই মহিলা। ওই সময় ঘরে একাই ছিলেন ওই মহিলা। তবে গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। নেপথ্যে কি রয়েছে তার তদন্ত করছে পুলিশ।

Free Access

Related Articles