
The Truth of Bengal: বুধবার সকালে সল্টলেকের সি জি ১৭৬ নাম্বার বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় গোটা বাড়ি ধোঁয়ায় ভরে যায়। যার ফলে বাড়িতে তিন জন আটকে পড়ে। চিৎকারে প্রতিবেশী ছুটে এসে বিধান নগর উত্তর থানায় খবর দেয়। পুলিশ খবর দেয় দমকলকে।
দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দমকলকর্মীদের উদ্ধার অভিযানে আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন আটকে আছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাকে উদ্ধার করা হবে বলে দমকল সূত্রে জানা গেছে।
ঘটনার পর সল্টলেকের বিধান নগর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে আগুন লাগার সময় বাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দমকল সূত্রে জানা গেছে, আগুনে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।