কলকাতা

শক্তির আরাধনার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনা স্থলে দমকলের দুটি ইঞ্জিন

Heavy fire, two fire engines at the scene

The Truth Of Bengal : শহরজুড়ে চলছে শক্তির আরাধনা। তার মধ্যেই কালীপুজোর বিকেলে শহরে ফের অগ্নিকাণ্ড, ঘটনা স্থলে দমকলের দুটি ইঞ্জিন। রবিবার রাতে দক্ষিণ কলকাতার কুদঘাটের উকিলপাড়া রোডে একটি বহুতলে আগুন লাগার ঘটনাটি ঘটে। দমকল সূত্রে যেমনটা জানানো হচ্ছে ৯:৩০ থেকে ৯:৪৫ নাগাদ দমকল খবর পায়। খবর পাওয়ার সাথেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় এসে হাজির হয়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকলের পক্ষে। যদিও বা পকেট ফায়ার রয়েছে এখনও।

অন্যদিকে এই বহুতলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ করা হয়। সিএসসির আধিকারিকরা  এসে পৌঁছন এই বহুতলে। হতাহতের কোনো খবর নেই। প্রত্যেককে সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে হরিদেবপুর থানার উচ্চপদস্থ আধিকারিক, সিইএসসি আধিকারিক এবং দমকল অধিকারিকরা উপস্থিত রয়েছেন।

আলোলিকা মন্ডল এবং তাঁর বাবা রমেশ চন্দ্র মন্ডল এই বাড়িতে এক পোষ্যর সঙ্গে থাকেন। লোলিকা মন্ডল তাঁর মামা বাড়ি গিয়েছিলেন এবং আগুন লাগার খবর তাকে প্রতিবেশীরা ফোন করে জানায়। খবর পেয়েই তড়িঘড়ি তিনি তার বাড়ির নিচে ছুটে আসেন। তিনি এমনটা বলছেন যে মানুষ ওড়ানো হচ্ছেন এবং বাজি থেকেই এই আগুন লেগে থাকতে পারে বলে|

FREE ACCESS

Related Articles