কলকাতা

দক্ষিণে শিলাবৃষ্টির সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার পথে নিষেধাজ্ঞা

Hail warning in the south, restrictions on fishermen's sea travel

Truth Of Bengal : গরমে হাঁসফাঁস করা থেকে কিছুটা স্বস্তি পাবে হাওয়া অফিস। আজ থেকেই বৃষ্টি সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে, অন্যদিকে কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। কেবল দক্ষিণের জেলায় নয়, আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে উত্তরের জেলাগুলিতেও। একই সঙ্গে বইবে দমকা হাওয়া।

মার্চের শুরু থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। কেবল শহরে নয়, বাংলার গ্রামগুলিতেও এক ধাপ এক ধাপ করে বেড়েই চলেছিল পারদ। এবার সেই পারদ নামার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ২০ মার্চ থেকেই রাত্রে বড়সড় হাওয়া বদল এর সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেইমতো শহর এবং জেলায় গতকাল সামান্য বৃষ্টি হলেও তেমন বৃষ্টি দেখা যায়নি। তবে পারদ আগের তুলনায় খানিকটা কমায় রাতে স্বস্তিতে ঘুমোতে পেরেছে শহরবাসী।

আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আসলে বঙ্গে আগমন ঘটেছে কালবৈশাখীর। যে কারণেই শহরসহ একাধিক জেলা ভিজবে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কোথাও জানিয়েছে। আজকে ৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও আগামীকাল দক্ষিণের প্রায়ই সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে।

দক্ষিণের একাধিক জেলাই বৃষ্টির পাশাপাশি বইবে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে উত্তরের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা হের ফের হবেনা। ঝড় বৃষ্টির কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও আবার ঘন্টায় ৬০ কিলোমিটার গতি বেগেও ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যে কারণে সমুদ্র স্বাভাবিকভাবেই উথাল পাথাল থাকবে। তাই মৎস্যজীবীদের আগামী কয়েক দিনের জন্য সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related Articles