কলকাতা

দেশ-বিদেশের সঙ্গে গুরু নানক জয়ন্তী পালিত হলো ডানলপ এর গুরদুয়ারা শিখ সংগত এ

Guru Nanak Jayanti celebrated with Sikhs from across the country and abroad at Dunlop's Gurdwara

Truth of Bengal, রাহুল চট্টোপাধ্যায়: গুরু নানকের জন্ম দিবসটি গুরু নানক জয়ন্তী হিসাবে উদযাপন করে থাকেন শিখ ধর্মাবলম্বীরা। এই উৎসব সারা বিশ্ব জুড়ে শিখরা বিশেষ সমারোহে শ্রদ্ধার সঙ্গে পালন করেন। গুরু নানক জয়ন্তী পালনের দিনটি পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমায় অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে। শুক্রবার গুরু নানক জয়ন্তী। এই তিথিতে ১৪৬৯ সালে অবিভক্ত ভারতবর্ষে পঞ্জাব প্রদেশে তালবন্দি গ্রামে ক্ষত্রিয় বংশে নানকের জন্ম হয়।

স্থানটি বর্তমানে পাকিস্তানের লাহোরের কাছে। ছোটবেলা থেকেই তিনি ধর্মের প্রতি আকৃষ্ট ও সাধু-সন্তদের প্রতি শ্রদ্ধাশীল। পরবর্তী জীবনে তিনি প্রচুর তীর্থ পরিভ্রমণ করেন। অনেক হিন্দু পণ্ডিত ও মৌলবিদের সান্নিধ্যে আসেন। এর পর তিনি শিখ ধর্ম গঠন করেন। তিনি বলেন, ‘ঈশ্বর–প্রেমই মানুষের মুক্তিলাভের একমাত্র উপায়’। বহু মানুষ নানকের ধর্মমতে অনুপ্রাণিত হন।

১৫৩৮ খ্রীঃ এই গুরু নানকের দেহবসান হয়। তাঁর উপদেশ সংগ্রহ করে শিখদের প্রধান ধর্ম গ্রন্থ ‘গ্রন্থসাহেব’ রচিত হয়। এই দিনটিতে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল প্রমূখ। ডানলপ গুরদুয়ারাতে গুরু নানক জয়ন্তী তে শ্রদ্ধা জানাতে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন জে আই এস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা জে আই এস গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর সরদার ত্বরণজিৎ সিং ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সরদার হরণজিৎ সিং।

এক সময় এই গুরদুয়ারাতে নিয়মিত আসতেন জে আই এস গ্রুপ এর চেয়ারম্যান এমেরিটাস সরদার জোধ সিং, বাবুজি। গুরদুয়ারা য় সারাদিন ধরে চলে গ্রন্থসাহিব পাঠ সহ নানান ধর্মীয় অনুষ্ঠান। সারাদিন ধরে সর্বস্তরের মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় । দুপুরে গুরুদুয়ারায় উপস্থিত লোকজনদের লঙ্গরখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়। প্রচুর শিখ ধর্মালম্বী সেবা ও ভক্তি প্রদর্শনের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে থাকেন।