কলকাতা
প্রয়াত রোমা বসু, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইঝির মৃত্যুতে শোকের ছায়া
Grieving over death of late Roma Bose, Netaji Subhash Chandra Bose's niece

Truth Of Bengal: বুধবার প্রাণ হারালেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইঝি রোমা রায়। তাঁর পরিবার জানিয়েছেন, দক্ষিণ কলকাতার বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতার জেরে তিনি প্রাণ হারিয়েছেন। তার ছেলে আশিস রায় এক বিবৃতি প্রকাশ করে এ বিষয়ে জানিয়েছেন।
রোমার বয়স হয়েছিল ৯৫। এক ছেলে, দুই মেয়ে ও পাঁচ নাতি-নাতনি রেখে চঅলে গিয়েছেন তিনি। বিখ্যাত চিকিত্সক ডাঃ শচীস রায়কে বিয়ে করেছিলেন রোমা রায়।