কলকাতা

ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরতের কাছে বাড়তি নথি চেয়ে পাঠাল ইডি

ED seek more detail information from Nusrat

The Truth of Bengal: ফ্ল্যাট দুর্নীতি মামলায় সম্প্রতি সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন নুসরত জাহান। সূত্রের খবর, তিনি ওই দিনই সমস্ত তথ্য ইজডির কাছে জমা দিয়েছিলেন। অন্যদিকে সংস্থার অন্যতম ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের একবার হাজিরার জন্য তলব করা হয়েছে।

মাস খানের আগে বিজেপিনেতা শঙ্কুদেব পণ্ডা কিছু ব্যক্তিকে নিয়ে ইডি দফরে পৌঁছন। তিনি অভিযোগ করেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকা তুলেছিল। কিন্তু প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। সেই টাকা প্রতারণা করা হয়েছে। প্রতারিতরা সেই টাকা ফেরৎ পেতেই ইডির দফতরে হাজির হয়েছেন। তারপরেই নুসরত জাহান প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত নন। তিনি সমস্ত প্রমাণ দিতে রাজি।

তারপরেই ইডি নুসরতকে নোটিস পাঠায়। সেই ডাকে সাড়া দিয়েছিলেন নুসরত। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। এবার নুসরতের কাছে ফ্ল্যাট সংক্রান্ত আরও নথি চেয়ে পাটানো হয়েছে বলে ইডি সূত্রের খবর। মূলত, যে সময়কালে তিনি ডিরেক্টর হিসেবে ছিলেন, সেই সময়কার নথিই চেয়ে পাঠানো হয়েছে। সেই সময় ডিরেক্টর হিসেবে তিনি কী কী কাজ করেছেন। কতগুলি মিটিং করেছেন, এবং ব্যবসা সংক্রান্ত অন্য কোনও  অ্যাকাউন্ট ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে।

Related Articles