কলকাতা

ফের সক্রিয় ইডি, চিটফান্ড-কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি

ED active again, searches underway at multiple locations in chit fund case

Truth Of Bengal: মঙ্গলবার রাজ্যের চিটফান্ড-কাণ্ডের বিষয়ে ফের তৎপর হতে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। এদিন সকালে ইডি আধিকারিকদের চারটি দল কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।

চিটফান্ড-কাণ্ডের জেরে তদন্তকারীরা প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচীর নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে, সঙ্গে জোকার একটি ঠিকানাতেও চলছে তল্লাশি। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে।

ওই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে এই চিটফান্ড কান্ডের জেরে ২০১৭ সালের ১৫ মার্চ প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী আর তাঁর ছেলেকে সিবিআই গ্রেফতার করেছিল। এরপর আবারও ছেলে ও বাবার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। আর সেই সূত্রেই এদিনের এই তল্লাশি অভিযান এমনটাই জানা গিয়েছে।

Related Articles