কলকাতা

ভলভো বাস, ট্রাম, লঞ্চে চেপে দর্শনার্থীদের ঠাকুর দেখাবে পরিবহণ দফতর

Durga Pujo 2023

The Truth of Bengal: চারপাশে বাঁশের ম্যারাপ বাঁধা, শপিং মল, দোকান বাজারে ভিড় ভালো মতোই জানান দিচ্ছে দোরগোড়ায় হাজির বাঙালির শ্রেষ্ঠ কার্নিভাল দুর্গাপুজো। কী পরব, কী খাব, কোন কোন ঠাকুর দেখব, এসব নিয়ে সারা বছর পরিকল্পনা ছকে আপামর বঙ্গবাসী। এবার রাজ্যবাসীর সহায় হয়ে পুজো পরিক্রমার অভিনব নানা ট্যুর প্যাকেজ নিয়ে এগিয়ে এসেছে রাজ্যের পরিবহণ দফতর। ভলভো হোক কিংবা বিশেষ নন এসি বাস, এর পাশাপাশি লঞ্চে ও কলকাতার আইকনিক পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী যান ট্রামে চেপে কলকাতার বিভিন্ন বিখ্যাত পুজো ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। কলকাতার পাশাপাশি গ্রাম বাংলার বনেদি বাড়ির পুজোও দেখতে চাইলে দেখতে পারবেন। ধান্যকুড়িয়া আর আড়বালিয়ার ২টি বনেদি বাড়ির পুজো দেখাবে পরিবহণ দফতর।

আসুন দেখে নিই পরিবহণ দফতরের পুজো পরিক্রমা ট্যুর-

১) ভলভো বাসে চেপে কলকাতা ও শহরতলির বিখ্যাত পুজো
সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে ভলভো এসি বাস ছাড়বে। সকাল সাড়ে ৭টায় রিপোর্টিং টাইম। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর দিন এই বিশেষ বাস ছাড়বে।
বদনচন্দ্র রায়ের বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড়মঠ, শোভাবাজার রাজবাড়ী-১ ও ২, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালার রাসবাড়ি, বেহালার সোনার দুর্গাবাড়ি, সাবর্ণ রায়চৌধুরী বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায়চৌধুরীদের মেজো বাড়ির পুজো দেখানো হবে।
ভাড়া জনপিছু ১৯০০ টাকা। ৫ বছর পর্যন্ত বয়সি শিশুদের কোনো ভাড়া লাগবে না। আসনও সংরক্ষণ করা যাবে না। ৫-১০ বছর বয়সি শিশুদের ১৩০০ টাকা ভাড়া লাগবে।
দর্শনার্থীদের সকালের জলখাবার, দুপুরে লাঞ্চ ও বিকেলের মুখরোচক খাবার পরিবেশন করা হবে। প্রত্যেক দর্শনার্থীর সচিত্র পরিচয়পত্র লাগবে।

২) জলপথে উত্তর কলকাতার বিখ্যাত পুজো
দর্শনার্থীরা লঞ্চে চেপে ও পরে বিশেষ এসি বাসে চেপে উত্তর কলকাতার বিখ্যাত পুজো ঘুরে দেখার সুযোগ পাবেন।
মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল ১১টায়। হাওড়া জেটি ঘুরে পৌঁছবে আহিরটোলা ঘাটে। সেখান থেকে এসি বাসে করে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে উত্তর কলকাতার বিখ্যাত পুজো প্রাঙ্গণে।
আহিরটোলা লাগোয়া পুজো, শোভাবাজার রাজবাড়ীর পুজো, কুমোরটুলি পার্ক ও জগৎ মুখার্জি পার্কের পুজো দেখানো হবে। এরপর নিয়ে যাওয়া হবে বলরাম মন্দির ও শ্রী শ্রী মায়ের বাড়ির পুজো। বাগবাজার সর্বজনীনের পুজো দেখিয়ে বাগবাজার ঘাট থেকে আবার লঞ্চে তুলে দেওয়া হবে দর্শনার্থীদের। হাওড়া জেটি ঘুরে মিলেনিয়াম পার্কে শেষ হবে যাত্রা। প্রায় ৫ ঘণ্টার যাত্রা। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে এই পরিষেবা পাওয়া যাবে। লঞ্চে ও যাত্রা পথে দর্শনার্থীদের মুখরোচক খাবার পরিবেশন করা হবে। ভাড়া জনপিছু ৭৫০ টাকা। ৫ বছরের ঊর্ধ্বে সবার ভাড়া লাগবে।

৩) শহরতলি থেকে কলকাতায় বিশেষ নন এসি বাসে চেপে কলকাতার বিখ্যাত পুজো ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা
মহাসপ্তমী ও মহানবমীর দিন হাওড়া স্টেশন লাগোয়া সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড় থেকে বাস ছাড়বে। নির্ধারিত রুটের বিখ্যাত পুজো দেখাবে ও যাত্রা শেষে একই জায়গায় বাস ফিরে আসবে।
হাওড়ার সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ভাড়া জনপিছু ৪০০ টাকা, বারাসাত কলোনি মোড়, ডানলপ মোড়, বারাকপুর মোড় থেকে ভাড়া ৪৫০ টাকা, হাবরা ডিপো থেকে ভাড়া জনপিছু ৫৫০ টাকা। ৫ বছরের ঊর্ধ্বে সবার ভাড়া লাগবে। হাওড়া স্টেশন লাগোয়া সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড় থেকে সকাল সওয়া ৯টায় ও বারাকপুর, হাবরা ডিপো থেকে সকাল সাড়ে ৮টায় বাস ছাড়বে।
একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, কলেজ স্কোয়্যার, বাগবাজার সর্বজনীন ও বাগবাজার পল্লির ঠাকুর দেখা যাবে।

৪) বিলাসবহুল আরামদায়ক এসি ভলভো বাসে চেপে কলকাতার বিখ্যাত পুজো ঘুরে দেখার সুযোগ
এসপ্ল্যানেড ও বারাসাত থেকে ছাড়বে বাতানুকুল বিলাসবহুল আরামদায়ক ভলভো বাস। মহাসপ্তমী ও মহানবমীর দিন সকাল ৯টায় বাসগুলি ছাড়বে। যাত্রা শেষে একই জায়গায় বাস ফিরে আসবে। বারাসাত থেকে ভাড়া জনপিছু ১৯০০ টাকা। এসপ্ল্যানেড থেকে ভাড়া ১৮০০ টাকা। ৫ বছরের ঊর্ধ্বে সবার ভাড়া লাগবে। বাসে মুখরোচক খাবার, চা/কফি ও লাঞ্চ পরিবেশন করা হবে।
একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার, বাগবাজার সর্বজনীন ও বাগবাজার পল্লির ঠাকুর দেখানো হবে।

৫) গ্রাম বাংলার পুজো
কলকাতা থেকে ৭৫ কিমি দূরে উত্তর ২৪ পরগনর বসিরহাট লাগোয়া ২টি বর্ধিষ্ণু গ্রাম হল ধান্যকুড়িয়া ও আড়বালিয়া। এই ২টো গ্রামের বিভিন্ন বনেদি বাড়ির পুজো ঘুরে দেখানো হবে।
মহাসপ্তমী ও মহাষ্টমী ও মহানবমীতে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে এসি বাস ছাড়বে সকাল ৮টায়। যাত্রাপথে রাজারহাট চিনার পার্ক থেকে সকাল সাড়ে ৮টায় বাসে ওঠা যাবে।
গায়েন বাড়ি, সাহু বাড়ি, বল্লভ বাড়ির সাবেকি সনাতনী পুজো ও রাধাকান্ত মন্দির ঘুরে দেখানো হবে। এরপর আড়বালিয়া গ্রামে বসু পরিবার ও ভট্টাচার্য পরিবারের পুজো ঘুরে দেখানো হবে। এছাড়াও গ্রাম বাংলার মনোরম পরিবেশে আরো কিছু বনেদি বাড়ির পুজো দেখানো হবে।
জনপিছু খরচ ১৮০০ টাকা। সকালের জলখাবার ও দুপুরের ভোগ খাওয়ানো হবে।

৬) আরামদায়ক এসি ট্রামে চেপে কলকাতার বিখ্যাত পুজো ঘুরে দেখার সুযোগ
এসপ্ল্যানেড-শ্যামবাজার ও এসপ্ল্যানেড-গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটের বিলাসবহুল আরামদায়ক এসি ট্রামে চেপে কলকাতার বিখ্যাত পুজো ঘুরে দেখার সুযোগ পাবেন। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর দিন সকাল ১০টায় ট্রাম ছাড়বে। যাত্রা শেষে একই জায়গায় ফিরে আসবে ট্রাম।
জনপিছু খরচ ৬০০ টাকা। ৫ বছরের ঊর্ধ্বে সবার ভাড়া লাগবে। মুখরোচক খাবার, চা/কফি পরিবেশন করা হবে।
কাশী বোস সার্বজনীন পুজো, হাতিবাগান সার্বজনীন ও নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া এভারগ্রিন ও সিংহী পার্কের পুজো দেখানো হবে।

অনলাইনে www.wbtconline.in এর মাধ্যমে বুকিং করা যাবে। এছাড়াও সরাসরি এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস, এসপ্ল্যানেড বাস টার্মিনাস, হাওড়া বাস টার্মিনাস (সিটিসি ও সিএসটিসি বুকিং অফিস), যাদবপুর ৮বি বাস টার্মিনাস, গড়িয়া ৬ নম্বর বাস টার্মিনাস, বেহালা ১৪ নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো (সিটিসি অফিস), মিলেনিয়াম পার্ক লাগোয়া ভেসেল বুকিং কাউন্টার, বারাসাত কলোনি মোড় সিটিসি বুকিং কাউন্টার, হাবরা বাস ডিপো, শ্যামবাজার ট্রাম ডিপো ও গণেশচন্দ্র অ্যাভিনিউ ও আরএন মুখার্জি রোডে পরিবহণ দফতরের অফিস থেকে বুকিং করা যাবে।
প্রতিটি বাস, ট্রাম ও লঞ্চে দর্শনার্থীদের সাহায্য করার জন্য যাত্রীসহায়ক থাকবেন। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকবে।
বিস্তারিত তথ্য জানতে ফোন করুন ৯৮৩০১৭৭০০০ নম্বরে অথবা ০৩৩-২২১২-১২১২/১৩/১৪/১৫, ০৩৩-২২৩৬-০৪৬২/০৪৬৩, ৮৬৯৭৭৩৩৩৯১/৯২ নম্বরে।

Related Articles