
The Truth of Bengal: সপ্তম দমদম উৎসব সূচনা হলো দমদম লিচুবাগান ফুটবল খেলার মাঠে। এই মেলাটি এবারে ‘দমদম ধুমধাম’ নামে এই বছর আয়োজন করা হয়েছে। মূলত বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশেই এই মেলাটি সূচনা করেছিল দমদম পৌরসভা। মেলাটি ২রা জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
যেখানে প্রতিদিন স্বনামধন্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মন জয় করতে সঙ্গীত পরিবেশন করবেন। দমদম ধুমধাম মেলায় রয়েছে নানা রকম ফুড স্টল রকমারি ঘর সাজানোর জিনিসপত্র ও আকর্ষণীয় পুষ্প প্রদর্শনী এই মেলাতে দমদম এলাকার সাধারণ মানুষ তাদের দুঃখ কষ্ট ভুলে গিয়ে শামিল হবেন এমনটাই জানালেন দমদমের সাংসদ সৌগত রায়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, শিক্ষামন্ত্রী ও দমদমের বিধায়ক ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, দমদমের চেয়ারম্যান হরেন্দ্র সিং, ভাইস চেয়ারম্যান বরুণ নাট্য সহ দমদম পৌরসভার পৌর প্রতিনিধিরা। শীতের মরসুমে ‘দমদম ধুমধাম’-এ ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ।
Free Access