
The Truth of Bengal: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপঅধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অবসর নিলেন। তাঁর জমানায় দু’বার সেরা শিরোপা পেয়েছে দফতরটি।
১৯৯২ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবহাওয়া দফতরে যোগ দেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। প্রথম পোস্টিং ছিল সিকিমে, তারপর আলিপুর আবহাওয়া দফতর। ২০১৬ সালে পূর্বাঞ্চলীয় উপঅধিকর্তা হন তিনি।
আবহাওয়া নিয়ে তাঁর পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যেত। মৎসজীবী থেকে কৃষককে প্রাকৃতিক দুর্যোগ থেকে দিতেন আগাম সতর্ক বার্তা। তাঁর সূক্ষ্ম রসবোধ ও বুদ্ধিদীপ্ত কথাবার্তায় আবহাওয়ার দফতরের রুটিন সাংবাদিক সম্মেলনও হয়ে ওঠে রীতিমতো আকর্ষণীয়।
বিদায় বেলায় তিনি বলেন, “ক্যামেরার সামনে যখন কথা বলি, তখন মাথায় থাকে প্রত্যন্ত এলাকার সেই কৃষক বা মৎস্যজীবীও আপনাদের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পান।” নতুন উপ অধিকর্তা সোমনাথ দত্ত পুণে থেকে এসেছেন। আমার ব্যাচমেট। আমরা খুব ভালো বন্ধু। যাঁদের জন্য এই পূর্বাভাস বা সতর্কতা জারি, তাঁরা যেন আগামীদিনেও উপকৃত হন। এই আশা রেখেই বিদায় নিলাম’। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের অবসরে আলিপুর আবহাওয়া দফতরে শূন্যতা দেখা দিয়েছে।