
The Truth of Bengal: ভোরের কলকাতা শহরে দুষ্কৃতি তাণ্ডব! অটো নির্দিষ্ট রুটের বাইরে যেতে না চাওয়ায় বন্দুক উঁচিয়ে অটোচালককে প্রাণে মেরে ফেলা হুমকি দিয়ে গ্রেপ্তার দুই যুবক। ভোর ৫ টা নাগাদ গড়িয়া অটোস্ট্যান্ডের কাছে এই ঘটনায় আতঙ্কিত চালকরা। কারা ওই যুবক, কেনই বা আচমকা বন্দুক দেখিয়ে অটোচালককে হুমকি দিল, সেসব এখনও অজ্ঞাত। পাটুলি থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।
তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে চাইছেন তদন্তকারীরা। তবে ভোরবেলা কলকাতা শহরের বুকে এভাবে বন্দুক নিয়ে তাণ্ডবের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই এক যুবক পকেট থেকে রিভলভার বের করে অটোচালকের কপালে ঠেকান। বলতে চান, তাঁদের কথা না শুনলে গুলি চলবে। তা দেখে তৎক্ষণাৎ পাশে থাকা আরেক অটোচালক ছুটে এসে রিভলভারটি সরিয়ে নেন।
ধরে ফেলেন ওই দুই যুবককে। ছুটে আসেন অন্যান্য চালকরাও। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পৌঁছয় পাটুলি থানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবকের নাম দীপায়ন দত্ত এবং চিরঞ্জিত কর্মকার। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। একজনের কাছ থেকে গুলি ভর্তি দেশি পিস্তল পাওয়া গিয়েছে। দীপায়ন বাঁশদ্রোণির বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই আদালতে পেশ করা হবে দীপায়ন ও চিরঞ্জিতকে।