কলকাতা

কৃষি ক্ষেত্রে সমবায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়: শোভন দেব চট্টোপাধ্যায়

Cooperatives play a very important role in agriculture: Shobhan Deb Chatterjee

Truth of Bengal: কৃষি ক্ষেত্রে আরো বেশি সমবায় চাইছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নের দফতরে বসে আরো খবর’কে জানালেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বর্তমান সময়ে কৃষি ক্ষেত্রে বেশ কিছু সমবায় রয়েছে। সমবায়ের মাধ্যমে বিভিন্ন কৃষকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকির ব্যবস্থা রয়েছে। “কৃষকদের বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে রাজ্য সরকার যে ভর্তুকি দেয় তার সমবায়ের মাধ্যমেই দেওয়া হয়” জানাবেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

সমবায়ের মাধ্যমে কোন কৃষক সরকারি প্রকল্পের মাধ্যমেই ভর্তুকি পাবে। “রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা রয়েছে সেই কারণে কৃষি ক্ষেত্রে অনেক সমবায় কাজ করে” জানালেন শোভন দেব চট্টোপাধ্যায়। অন্যদিকে বুধবার ধনধান্য অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের সূচনা করেছেন রাজ্যে কৃষিমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী। আগামী সময় সমবায় কেন্দ্রিক বিভিন্ন ভর্তুকির বিষয় নিয়ে রাজ্য সরকার অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলে কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন।