কলকাতা

বাগদেবীর আরাধনায় বইপাঠে জোর, সুশীল সমাজ চান জন প্রতিনিধিরা

Civil society wants public representatives

The Truth of Bengal: সারা বছরই ওঁরা ব্যস্ত থাকেন মানুষের নানা কাজে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে মানুষের অভাব-অভিযোগ মেটানো তাঁদের বড় কাজ। আর উত্সবপ্রিয় বাঙালির ছন্দে সামিল হয়ে তাঁরা হয়ে ওঠেন মনের মানুষ। সামাজিক সংগঠন থেকে পুজোআয়োজক সবার আব্দার সামলানো,সবার কাছে পৌঁছে যাওয়ার কোনও খামতি রাখেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সরস্বতী পুজোর সময় দেখা যায় শিক্ষামন্ত্রীকে জমিয়ে আড্ডা দিতে।দমদমের দাগা কলোনীতে পুজো মণ্ডপ থেকে বই পাঠের অভ্যাস বজায় রাখার কথা তুলে ধরা হয়।

জায়গা পায়, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি,সুকুমার রায়ের আবোলতাবল,বীভূতিভূষণের পথের পাঁচালি সহ নানা সাহিত্যের সৃষ্টি। সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ, মণ্ডপে ঠাঁই পাওয়া ড্রপ বক্স। সেই ড্রপ বক্সে বইয়ের তালিকা সহযোগে ফোন নম্বর দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে পাঠ্যপুস্তক। বুধবার সরস্বতী পুজোর দিন আশুতোষ কলেজে যান বিধায়ক দেবাশিস কুমার। তিনি পড়ুয়াদের সঙ্গে মিশে যান।

জেন জেডের আ্ড্ডা-আলাপন থেকে নতুন ট্রেন্ডের কথা উঠে আসে তাঁর কথায়। হাইটেক যুগে প্রেম নিবেদনের ধরণ বদলে যাওয়ার মতোই শিক্ষার আলো ছড়ানোর ওপর জোর দেন তিনি। তাঁর মতে শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে। সেই শিক্ষিত সমাজকে বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার সমাজবন্ধু হওয়ার আবেদন জানান।

Related Articles