বড়দিনের নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা: কলকাতা পুলিশের বিশেষ পরিকল্পনা
Christmas day Special Plan of Kolkata Police

The Truth of Bengal: গত বছরের বড়দিনের অভিজ্ঞতা মাথায় রেখে কলকাতা পুলিশ বিশেষ পরিকল্পনা সাজিয়েছে বড়দিনের নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনার জন্য। নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের বিভিন্ন গির্জা-সহ গোটা শহরে ২২৮৬ জন পুলিশকর্মী মোতায়েন করা হবে ২৪ ডিসেম্বর। অন্য দিকে, বড়দিনে পথে নামা বিপুল জনস্রোতের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরে থাকছেন অতিরিক্ত ৩১৮৯ জন পুলিশকর্মী। যান চলাচল ব্যবস্থাপনার কথা মাথায় রেখে ২৪ ও ২৫ ডিসেম্বর বিকেল চারটে থেকে পরদিন ভোর পর্যন্ত ময়দান এবং পার্ক স্ট্রিট চত্বর দিয়ে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, ২৪ এবং ২৫ ডিসেম্বর বিশেষ পুলিশি ব্যবস্থা থাকছে। বড়দিনের আগের দিন, অর্থাৎ, ২৪ তারিখ শহর জুড়ে মোতায়েন করা হচ্ছে ২২৮৬ জন পুলিশকর্মীকে।
বিভিন্ন গির্জা-সহ গোটা শহরের নিরাপত্তায় থাকছেন তিন জন উপ নগরপাল, ১০ জন সহকারী নগরপাল, ৫০ জন ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর ও পুলিশ সার্জেন্ট ২৩৯ জন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ৩০০ জন এবং হোমগার্ড ১৪৭২ জন। ২০০ জন মতো মহিলা পুলিশকর্মীও থাকছেন ওই দিন। অন্য দিকে, বড়দিনে পথে নামা বিপুল জনস্রোতের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরে থাকছেন অতিরিক্ত ৩১৮৯ জন পুলিশকর্মী। পার্ক স্ট্রিটের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে ন’জন উপ নগরপালকে। তাঁদের সঙ্গে থাকছেন ২৫ জন সহকারী নগরপাল, ৭৫ জন ইনস্পেক্টর, ৩০৪ জন সাব-ইনস্পেক্টর ও পুলিশ সার্জেন্ট। হোমগার্ড ও মহিলা পুলিশকর্মী থাকছেন ২০৬৪ এবং ৩০০ জন। শহরের বিভিন্ন জায়গায় থাকছে কুইক রেসপন্স টিম।
ওই দু’দিন অন্যান্য গাড়ির জন্যও পার্ক স্ট্রিট সংলগ্ন একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা থাকছে। পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, ক্যাথিড্রাল রোড, রাসেল স্ট্রিট, ক্যামাক স্ট্রিট-সহ সংলগ্ন রাস্তায় গাড়ি চলাচল দু’দিন নিয়ন্ত্রিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে রফি আহমেদ কিদোয়াই রোড, ইলিয়ট রোডে ট্রাম চলবে না। ওই সময়ে বেআইনি পার্কিং বন্ধ করতেও একাধিক পরিকল্পনা করেছে লালবাজার। পার্ক স্ট্রিট হয়ে জওহরলাল নেহরু রোড, হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, ইলিয়ট রোড ও সংলগ্ন রাস্তার পার্কিং সম্পূর্ণ বন্ধ থাকবে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, বড়দিনের উৎসব ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এ বছর যাতে না হয়, সে কথা ভেবেই এই পরিকল্পনা সাজানো হয়েছে।